দিরিপোর্ট২৪ ডেস্ক : আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্চনার কাজে ফেরার ব্যাপারে চিকিৎসকদের ছাড়পত্র পেয়েছেন। সোমবার থেকে তিনি কাজ শুরু করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। খবর বিবিসির।

দেশটির সরকারের মুখপাত্র অ্যালফ্রেডো স্কসিমোরো বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার তার মস্তিষ্ক স্ক্যান করা হয়েছে। স্ক্যান রিপোর্ট সন্তোষজনক।

৮ অক্টোবর অস্ত্রোপচারের মাধ্যমে ক্রিস্টিনার মস্তিষ্কের জমাট বাঁধা রক্ত অপসারণ করা হয়।

তবে কাজে ফিরলেও এক মাসের মধ্যে ক্রিস্টিনাকে বিমানে না ওঠার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অবস্থা পর্যবেক্ষণের জন্য ৯ ডিসেম্বর ফের তার মস্তিষ্ক স্ক্যান করা হবে।

২০০৭ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ২০১১ সালে বিপুল ভোটে ফের ক্ষমতায় আসেন ক্রিস্টিনা।

২০১০ সালে ক্রিস্টিনার স্বামী সাবেক প্রেসিডেন্ট নেস্তোর কির্চনার আকস্মিক মৃত্যুর পর থেকেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত অবস্থাও তিনি বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি নিম্ন রক্তচাপে ভুগছেন। ২০১২ সালে তার থাইরয়েড গ্রন্থিতে অস্ত্রোপচার করা হয়।

(দিরিপোর্ট২৪/কেএন/এমডি/নভেম্বর ১০, ২০১৩)

.