দ্য রিপোর্ট ডেস্ক: করোনা মহামারিতে বিপর্যস্ত জনজীবন। প্রত্যেকদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে হাজারো প্রাণ। এই সংক্রমণ থেকে বাঁচতে সবাই নিজ নিজ বাসায় গৃহবন্দি রয়েছেন। এদিকে শোবিজ অঙ্গনের কেউ কেউ বিদেশে গিয়ে আটকা পড়েছেন। এই তালিকায় রয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী সুচন্দা।

গত ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যান এ অভিনেত্রী। ছেলে অপু রায়হানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বেড়াতে গিয়েছিলেন। চলতি মাসেই দেশে ফেরার কথা ছিল। কিন্তু ছেলে ঢাকায় ফিরে এলেও মা সুচন্দা আরো কয়েক দিন বেড়িয়ে আসবেন, এমনটাই ছিল ভাবনা।

সবকিছু ঠিকই ছিল কিন্তু করোনা পরিস্থিতি অবনতির কারণে শেষ পর্যন্ত আর দেশে ফিরতেই পারেননি তিনি। মেজ ভাইয়ের হাইড পার্কের বাসায় আটকে আছেন। কবে ফিরবেন তাও নিশ্চিত করে বলতে পারছেন না সুচন্দা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬এপ্রিল,২০২০)