দ্য রিপোর্ট ডেস্ক: মহামারী নভেল করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর সংক্রমণ রোধে পরীক্ষা করাকে জোর দিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুরুর দিকে অনেক দেশ সংস্থাটির সতর্কতাতে গা না করলেও এখন আক্রান্ত রোগী শনাক্তে পরীক্ষার হার অনেক বৃদ্ধি করেছে। তবে নমুনা পরীক্ষার হারের তালিকায় এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান একদম শেষের দিকে।

বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত ওয়ার্ল্ডমিটারে বাংলাদেশের নমুনা পরীক্ষার পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুসারে বাংলাদেশে নমুনা পরীক্ষার হার প্রতি ১০ লাখে ৯০ জন। বাংলাদেশের পরে থাকা মিয়ানমারে প্রতি ১০ লাখে মাত্র ৫২ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এপ্রিলের প্রথম ১৫ দিনে আগের তুলনায় আক্রান্তের পরিমাণ ২৪ গুণ বৃদ্ধি পেয়েছে বলে ওয়ার্ল্ডমিটারের তথ্যে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১০ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর একদিনে এত বেশি নতুন রোগী আর মৃত্যু বাংলাদেশকে দেখতে হয়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭এপ্রিল,২০২০)