অনলাইন বুলেটিনে ফিরলেন ফ্লোরা
![](https://bangla.thereport24.com/article_images/2020/04/17/5.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: বেশ কিছুদিন আড়ালে থাকার পর অবশেষে ফিরলেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। আজ শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে নিজ বাসা থেকে যোগ সেন তিনি।
প্রায় সপ্তাহখানেক ধরে অনুপস্থিত ছিলেন তিনি। এ নিয়ে নানা প্রশ্ন ওঠে। এরপর জানা যায়, তার কয়েকজন স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় তিনি কোয়ারেন্টাইনে আছেন। কোয়ারেন্টাইনে যাওয়ার পর তার রক্ত পরীক্ষা করা হয়েছে। রক্ত পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু তারপরও ডা. সেব্রিনা ফ্লোরা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য যে, সেব্রিনা ফ্লোরা ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে বাংলাদেশে করোনারে দেশ ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফ্রিং শুরু করেন। করোনা আক্রান্তের সারাদেশের খবর নিয়ে প্রেস ব্রিফিং করে পাদপ্রদীপে আসেন তিনি। তার মার্জিত বক্তব্য এবং তথ্য উপাত্ত সংগ্রহ করে পরিবেশনা সাধারণ মানুষের মধ্যে প্রশংসা পেয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৭এপ্রিল,২০২০)