দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনায় ইতিমধ্যে দেশে প্রাণ হারিয়েছেন ৭৫ জন মানুষ। আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। এর মধ্যে দেশের ক্রীড়াঙ্গণের প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকার ফুটবলের ঐতিহাসিক এবং অত্যন্ত পুরোনো ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সহ সভাপতি হাজি আবুল কাশেম গত বুধবার রাত ৩টায় চলে গেছেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৬০ বছর বয়সী এই সাবেক ফুটবলার এবং ক্রীড়া সংগঠক দীর্ঘ সময় ধরে তত্ত্বাবধানে ছিলেন রহমতগঞ্জ ক্লাবের।

রহমতগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ জানান, ‘গত মঙ্গলবার সকালে ঠান্ডা-কাশি আর শরীরে জ্বর নিয়ে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হন হাজী কাশেম। পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ হয়। এরপর ওই দিনই রাত ১২টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে ঘণ্টা তিনেক পর মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। হাসপাতালের ব্যবস্থাপনাতেই দাফন হয়।’

পুরোনো ঢাকার বাসিন্দা হাজি কাশেম বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে রহমতগঞ্জ খেলা দেখতে মাঠে আসতেন নিয়মিত। ক্লাবটির হয়ে তৃতীয় বিভাগ ফুটবল খেলেন এক সময়। খেলেছেন দ্বিতীয় বিভাগ ফুটবলও। রহমতগঞ্জ ক্লাবের সহসভাপতি ছিলেন গত ২০ বছর। একজন সক্রিয় ক্রীড়া সংগঠক হিসেবে পুরোনো ঢাকার খেলাধুলা উন্নয়নে অবদান রাখেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রহমতগঞ্জ ক্লাব।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭এপ্রিল,২০২০)