সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় করোনায় ৫৭০ বাংলাদেশি আক্রান্ত
দ্য রিপোর্ট ডেস্ক: প্রথম ধাপ মোকাবেলায় জয়ী হলেও দ্বিতীয় ধাপে করোনার থাবায় বিপর্যস্ত সিঙ্গাপুর। দেশটিতে একদিনেই ৫৭০ জন প্রবাসী বাংলাদেশির দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৭। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৯৯২ জন৷ ১৮ এপ্রিল আরও ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭৪০ জন।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এগারজনের মৃত্যু হয়েছে৷ তবে করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাওয়ার আগেই আরও দুইজনের মৃত্যু হয়েছিল।
সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ গুণ বেড়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৯এপ্রিল,২০২০)