আক্রান্তে ঢাকা, মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রথম
দ্য রিপোর্ট প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় যতজন করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে ৪৪ শতাংশ ঢাকার, ৩১ শতাংশ নারায়ণগঞ্জের। বাকি রোগী সারাদেশের। স্বাস্থ্য অধিদপ্তরের আজ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।
যে সাতজন মারা গেছে তার মধ্যে পাঁচজনই নারায়্নগঞ্জের বলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিফ্রিংয়ে উল্লেখ করা হয়েছে। আক্রান্তের দিক থেকে ঢাকা এখনো সবচেয়ে বেশি হলেও মৃত্যুর দিক থেকে নারায়ণগঞ্জ ক্রমশ ঢাকাকে পিছিয়ে ফেলছে এবং মৃত্যুতে তারা এগিয়ে যাচ্ছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৯এপ্রিল,২০২০)