ব্রাহ্মণবাড়িয়ার জানাজাকে দায়িত্বজ্ঞানহীন বললেন স্বাস্থ্যমন্ত্রী
![](https://bangla.thereport24.com/article_images/2020/04/19/f.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার জানাজাকে দায়িত্বজ্ঞানহীন বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় হাজার হাজার লোকের যে জানাজা হয়েছে তার তীব্র সমালোচনা করেছেন তিনি।
আজ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ধরনের জানাজা করা ঠিক হয় নি। প্রশাসনের এখানে দায়িত্ব পালন করার ক্ষেত্রে গাফিলতি রয়েছে।
তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এর ফলে হয়তো বিপুল মানুষ সামাজিক সংক্রমণের ঝুঁকিতে পড়েছে। এ ধরনের গণজমায়েত বন্ধ করা না হলে করোনা সংক্রমণের ভয়াবহতা রোধ করা যাবে না বলেও স্বাস্থ্যমন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করেন।
(দ্য রিপোর্ট/আরজেড/১৯এপ্রিল,২০২০)