দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে করোনার হটস্পট বেড়েই চলেছে। শুরুতে ঢাকা এবং নারায়ণগঞ্জকে বাংলাদেশে করোনার মূল হটস্পট ধরা হয়েছিল। পরবর্তীতে দিনাজপুর, গাজীপুর এবং নরসিংদীও এর সঙ্গে যুক্ত হয়। আর আজ জানা গেল, কেরানীগঞ্জ এবং ময়মনসিংহ করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে।

আজ রোববার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত ’অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা, নারায়ণগঞ্জের পাশাপাশি কেরানীগঞ্জ এবং ময়মনসিংহেও প্রচুর করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। এসব অঞ্চল থেকে সারা দেশে করীনা ছড়িয়ে পড়ছে।

প্রসঙ্গত যে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩১২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৬ জনে। নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন। মোট সুস্থ হয়েছেন ৭৫ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯এপ্রিল,২০২০)