দ্য রিপোর্ট ডেস্ক: ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম শূন্যের নিচে নেমে এসেছে। বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির মধ্যে চাহিদা তলানিতে ঠেকায় তেলের বাজার নিম্নমুখী।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, আমেরিকার অপরিশোধিত তেলের ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম সোমবার পড়তে থাকে। ফিউচার মার্কেটে মে মাসের সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৭.৮৫ মার্কিন ডলার কমতে কমতে দাঁড়ায় মাইনাস ৩৭.৬৩ ডলার। অর্থাৎ প্রতি ব্যারেল তেলের সঙ্গে এই পরিমাণ অর্থও দিতে হতো উৎপাদকদের।

একদিকে চাহিদা নেই, আরেকদিকে উৎপাদন অব্যাহত থাকায় মে মাসেই তেলের মজুদের জায়গা থাকা নিয়ে শঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে মঙ্গলবার তেলের দাম ঘুরে দাঁড়িয়ে ইতিবাচক পর্যায়ে উঠেছে। দিনের শুরুতেই শূন্যের উপর উঠে এসেছে দাম। প্রতি ব্যারেল তেলের দাম পুনরুদ্ধার হয়ে ১.৩৭ ডলারে বিক্রি হয়। সেটা এরই মধ্যে ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছে ২১.৩৯ ডলারে।

মঙ্গলবারই শেষ হচ্ছে মে মাসে সরবরাহের জন্য তেল কেনাবেচার চুক্তি। তার আগেই দাম কিছুটা বাড়ায় স্বস্তি। তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন করোনার কারণে তেলের চাহিদা নেমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতির চাকা অনেকটা কমে যাবে।

গত তিন মাসে করোনার কারণে বিশ্বজুড়ে লকডাউন এবং ভ্রমণে নিষেধাজ্ঞায় বিশ্ব বাজারে জ্বালানির চাহিদা ৩০ শতাংশ কমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

(দ্য রিপোর্ট/আরজেড/২১এপ্রিল,২০২০)