দ্য রিপোর্ট ডেস্ক: শরীরে অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বর্তমানে তার অবস্থা সঙ্কটাপন্ন বলে দাবি করেছেন এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। মঙ্গলবার ওই মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। সংবাদ মাধ্যমটিকে আরেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, কিমের অসুস্থতার খবর সত্য হলেও তা কতটুকু গুরুতর তা নিশ্চিত নয়। সেখানকার প্রকৃত তথ্য পাওয়া খুবই কঠিন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ১৫ এপ্রিল ছিল কিমের দাদার জন্মদিন। ওইদিন জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তিনি। এ কারণেই কিমের অবস্থা খারাপ হওয়ার সন্দেহ ঘনীভূত হচ্ছে। তবে চারদিন আগে একটি সরকারি সভায় তাকে দেখা গিয়েছিল।

দক্ষিণ কোরিয়াভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ডেইলি এনকে’র দাবি, সম্প্রতি উত্তর কোরিয়ার এই নেতা কার্ডিওভাসকুলার সার্জারি করান। এরপরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত ধূমপান, স্থূলতা ও অতিরিক্ত পরিশ্রমের কারণে তার হৃদরোগ দেখা দিয়েছে। তাকে বর্তমানে হায়াংসান কাউন্টির নিজের বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে বলে দাবি ওই সংবাদমাধ্যমটির।

ডেইলি এনকে আরও জানিয়েছে, কিমের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তার অস্ত্রোপচার করা মেডিকেল টিমের বেশিরভাগ সদস্য চলে গেছেন। পর্যবেক্ষণের জন্য শুধু অল্প কয়েকজন কিমের পাশে রয়েছেন। তবে মার্কিন গোয়েন্দা বিভাগ, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সিআইএর সঙ্গে যোগাযোগ করেও এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি সিএনএন।

(দ্য রিপোর্ট/আরজেড/২১এপ্রিল,২০২০)