ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার হানা, কোয়ারেন্টাইনে শতাধিক পরিবার
দ্য রিপোর্ট ডেস্ক: ভারতে রাষ্ট্রপতি ভবনের এক পরিচ্ছন্নতাকর্মীর আত্মীয়ের করোনা শনাক্ত হওয়ার পর ১২৫ পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে।
মঙ্গলবার এক কর্মকর্তা বলেছেন, রাষ্ট্রপতি ভবনের ভেতরে স্টাফ কোয়ার্টারগুলো লকডাউন করা হয়েছে। প্রত্যেক পরিবারকে আইসোলেশনে থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
করোনা শনাক্ত হওয়া ওই নারী রাষ্ট্রপতি ভবনের পরিচ্ছন্নতাকর্মীর ছেলের বউ। ৮ দিন আগে কারোল বাঘের একটি বেসরকারি হাসপাতালে করোনায় মারা যান তার মা। তার সংস্পর্শে থাকার পর কোয়ার্টারে ফেরেন তিনি।
সচিব পদমর্যাদার কর্মকর্তা ও তাদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কোয়ার্টারের প্রত্যেক বাড়ি জীবানুনাশক স্প্রে দিয়ে ধোয়া হয়েছে।
করোনায় আক্রান্ত বলিউড গায়িকা কনিকা কাপুরের সঙ্গে গত মাসে রাষ্ট্রপতি ভবনে বিজেপির আইনজীবী দুষ্মন্ত সিংয়ের নাশতা করার খবর শোনার পর আর অফিসিয়াল কার্যক্রম করেননি প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ।
দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে আড়াই হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। গোটা ভারতে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ হাজার, মৃত্যু হয়েছে ৫৯০ জনের।
(দ্য রিপোর্ট/আরজেড/২১এপ্রিল,২০২০)