দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টার ব্যবধানে নতুন রেকর্ড তৈরী করেছে করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় মোট শনাক্ত হয়েছে ৪৩৪ জন। ২৪৩৪ জন থেকে এই রোগী শনাক্ত হয়েছে।

এর আগের ২৪ ঘন্টায় প্রায় ২৯০০ জনের পরীক্ষা হয়েছিল। সেখানে রোগীর সংখ্যা ছিল ৪০৬ জন। প্রতিদিন করোনা সংক্রমণ নতুন নতুন রেকর্ড ভেঙ্গে চলেছে। একই সঙ্গে মৃত্যুর হারও বাড়ছে। আজ ৯ জনের মৃত্যুতে করোনা সংক্রমণে এ পর‌্যন্ত মৃত্যুর সংখ্যা দাড়ালো ১১০ জনে।

(দ্য রিপোর্ট/আরজেড/২১এপ্রিল,২০২০)