দ্য রিপোর্ট ডেস্ক: সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বাবা বসন্ত কুমার চক্রবর্তী মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর খবর শুনলেও লকডাউন চলায় শেষকৃত্যে যোগদান করতে সক্ষম নাও হতে পারেন মিঠুন। এ মুহূর্তে বেঙ্গালুরুতে আটকে রয়েছেন এই অভিনেতা। একটি শুটিংয়ের কাজে বেঙ্গালুরুতে গিয়েছিলেন মিঠুন। এরপরই ২১ দিনের লকডাউন শুরু হয় যার মেয়াদ পরে আরও বাড়ানো হয়। বাবার সৎকারে অংশ নিতে না পারলে মুম্বাইয়ে থাকা ছেলে মিমো তার দাদার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করবেন।

একসময় ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন মিঠুনের বাবা বসন্ত কুমার। মা শান্তিময়ী ছিলেন গৃহবধূ। চার সন্তানের মধ্যে মিঠুন ছাড়া রয়েছেন তার তিন মেয়ে।

(দ্য রিপোর্ট/আরজেড/২২এপ্রিল,২০২০)