দ্য রিপোর্ট ডেস্ক: সিঙ্গাপুরে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় সংক্রমিত লোকের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে বাংলাদেশের নাগরিক ৪ হাজারের মতো।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য এবং সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন থেকে এ তথ্য পাওয়া গেছে।

তবে করোনায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে কোনো বাংলাদেশি এখন পর্যন্ত মারা যাননি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে বুধবার টানা তৃতীয় দিনের মত আক্রান্ত লোকের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, এদের মধ্যে স্থানীয় লোকের সংখ্যা খুবই কম। যেমন ২০ এপ্রিল শনাক্ত ১ হাজার ৪২৬ জনের মধ্যে স্থানীয় নাগরিক মাত্র ১৬ জন। ২১ এপ্রিল শনাক্ত ১ হাজার ১১১ জনের মধ্যে ২৮ জন স্থানীয় নাগরিক। আর ২২ এপ্রিল আক্রান্ত ১ হাজার ১৬ জনের মধ্যে মাত্র ১৫ জন সিঙ্গাপুরের নাগরিক।

অর্থাৎ গত তিন দিনে আক্রান্ত ৩ হাজার ৫৫৩ জনের মধ্যে মাত্র ৫৯ জন সিঙ্গাপুরের নাগরিক। বাকিরা বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও চীনের নাগরিক।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য মতে, বুধবার আক্রান্ত ১ হাজার ১৬ জনের মধ্যে মাত্র ১৫ জন স্থানীয়। বাকি এক হাজার একজন বিদেশি।

বুধবার সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, সিঙ্গাপুর সরকার আক্রান্ত বাংলাদেশির সঠিক সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুসারে আমাদের ধারণা, প্রায় চার হাজার বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশিরভাগ বাংলাদেশির মধ্যে কেবল হালকা ধরনের কোভিড-১৯ এর লক্ষণ রয়েছে। আক্রান্ত বাংলাদেশিদের কারও অবস্থাই গুরুতর নয়। এমনকি গুরুতর অসুস্থ ছিলেন যে বাংলাদেশি কর্মী, তাকে প্রায় দুই মাসের বেশি সময় পর আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থাও বেশ ভালো।

হাইকমিশনার জানান, লক্ষণ না থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক লোকজনের স্বাস্থ্য পরীক্ষার কারণে দেশটিতে বেশি সংখ্যক করোনাভাইরাস আক্রান্ত লোকজন চিহ্নিত হচ্ছেন।

বর্তমানে দেশটিতে প্রায় এক লাখ ৩০ হাজারের মতো বাংলাদেশি অবস্থান করছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরস্থ হাইকমিশন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩এপ্রিল,২০২০)