ডা. মাসুদকে ঢাকায় হাসপাতালে ভর্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের (খুমেক) সহকারি অধ্যাপক ডা. মাসুদ আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে ডা. মাসুদকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে খুলনা থেকে ঢাকায় নিয়া আসা হয়। এর আগে রাত ৯টা ২০ মিনিটে খুলনা থেকে মাসুদকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
হেলিকপ্টারটি ঢাকায় অবতরণের পরে ডা. মাসুদকে করোনার রোগীদের জন্য ডেডিকেটেড ওই হাসপাতালে নেয়া হয়।
খুলনা মেডিকেল কলেজের ইউরোলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমেদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় গত ১৮ এপ্রিল।
তিনি গেস্ট হাউসে থাকছিলেন। আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর প্রথমে তাকে সেখানে রেখেই চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
মাসুদ আহমেদ ছাড়াও খুমেকের আরও দুই ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। অন্য দুজন হলেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রনজিৎ কুমার ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওমর খালেদ ফয়সাল।
(দ্য রিপোর্ট/আরজেড/২৪এপ্রিল,২০২০)