ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলায় নতুন করে ২৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছয়জন চিকিৎসক ও ১৩ নার্স-স্টাফসহ মোট ১৯ জন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা সিভিল সার্জন মশিউল আলম।

তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার দুই দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৪ জনের করোনা পজিটিভ হয়।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ছয়জন চিকিৎসকসহ ১৯ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। একজন মুক্তাগাছা উপজেলার এবং বাকি চারজন জামালপুর জেলার।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫এপ্রিল,২০২০)