করোনায় ভাগ্য খুললো ইতালির মাফিয়াদের, মিললো কারামুক্তি
দ্য রিপোর্ট ডেস্ক: মহামারি করোনার কারণে বেশ কিছু মাফিয়া বসদের জেল থেকে মুক্ত করে দিয়েছে ইতালির সরকার।
শনিবার (২৫ এপ্রিল) মাফিয়া বিরোধী প্রসিকিউটর ফেডেরিকো সাফিয়েরো ডি রাহো সিএনএনকে বলেন, করোনাভাইরাসকে কেন্দ্র করে জরুরি অবস্থার মধ্যে এসব মাফিয়া বসদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের গৃহবন্দি রাখা হয়েছে।
যদিও দেশটির বিরোধী দলীয় নেতা মাত্তেও সাল্ভানি এটাকে পাগলামি বলে উল্লেখ করেছেন।
আইন মন্ত্রনালয়ের হিসেব অনুসারে, গত ২৯ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইতালিতে মোট ৬ হাজার ৫০০ জন কয়েদী কমেছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ৩৮৪ জন। যুক্তরাষ্ট্রের পর বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে এখন আক্রান্তের মোট সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৩৫১।
(দ্য রিপোর্ট/আরজেড/২৬এপ্রিল,২০২০)