৫ হাজার পেরুলো করোনা আক্রান্ত, মৃত আরো ৫
![](https://bangla.thereport24.com/article_images/2020/04/26/1w.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় ৩৪৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৫৪১৬।
এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ৫ জনের। মোট মৃত্যু ১৪৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন আরও নয়জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১২২ জন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৬৮০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিন হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৫৮৯টি।
(দ্য রিপোর্ট/আরজেড/২৬এপ্রিল,২০২০)