নড়াইল প্রতিনিধি: নড়াইলে আরো তিনজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন।

এ নিয়ে জেলায় সাত চিকিৎসকসহ ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তাদের মধ্যে এক যুবক সুস্থ হয়েছেন। অন্যরা নিজ বাসায় আইসোলেশনে আছেন।

নতুন আক্রান্তদের মধ্যে নড়াইলের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুজন এবং সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক আছেন।

রোববার (২৬ এপ্রিল) নড়াইল জেলা প্রশাসকের গোপনীয় সহকারী (সিএ) ও লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ জেলায় তিন করোনা রোগী শনাক্ত হন। নড়াইলের কালিয়া উপজেলা এখনো করোনামুক্ত আছে। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় লোহাগড়া উপজেলায়। নড়াইলের প্রথম করোনা রোগী বাড়িতে থেকে এক সপ্তাহেই সুস্থ হয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭এপ্রিল,২০২০)