নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ৮
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত আট জন আহত হয়েছেন। গত বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার জোকা-ধুসাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের আট জনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার সালামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএম পাভেলের লোকেদের সঙ্গে জোকা-ধুসাহাটি গ্রামের ইউপি সদস্য রিংকু শেখের লোকেদের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষ ঢাল, সড়কি, টেটাসহ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পাভেলের লোকেদের মধ্যে মোহাম্মদ আলীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এছাড়া একই গ্রুপের এনায়েত শরীফ ও কুদ্দুস শরীফসহ অন্য গ্রুপের ৩/৪ জন আহত হয়েছেন। এদিকে সংঘর্ষ ঠেকাতে গিয়ে কালিয়া থানার কনস্টেবল আতিকুর রহমান বাম হাতে টেটাবিদ্ধ হন। এর মধ্যে গুরুতর আহত আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কনস্টেবলসহ অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
উপজেলার সহকারী পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, এ সংঘর্ষের ঘটনায় কয়েকটি বাড়ি ভাঙচুর এবং গাছ কেটে ফেলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও জানান, পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে ওই দুই পক্ষের কেউ এখনও মামলা করেনি।
(দ্য রিপোর্ট/আরজেড/৩০এপ্রিল,২০২০)