আসামি ছিনতাই: ১৫০ জনের নামে মামলা
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া থানার তালবাড়িয়া গ্রামে একটি নিয়মিত নারী ও শিশু অপহরণ মামলার আসামি ভ্যান্ডার জাহিদকে গ্রেপ্তার করে গাড়িতে উঠানোর সময় দায়িত্বরত পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে লোকজন। এ ঘটনায় অজ্ঞতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাগড়া থানার তালবাড়িয়া বাজারে আসামি ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
এ সময় আসামি জাহিদের পক্ষের লোকজনের হামলায় লোহাগড়া থানার এএসআই তুহিন, এএসআই কবির, কনস্টেবল সাইফুল, জয়কুমার ও রাকিবুল মারাত্মক আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরমান সরদার নামে একজনকে আটক করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১মে,২০২০)