দ্য রিপোর্ট প্রতিবেদক: মহান মে দিবসে দেশের সকল সরকারি বেসরকারি শিল্প কল কারখানা বন্ধ থাকলেও হেমায়েতপুরে অবস্থিত চিত্রনায়ক অনন্ত জলিলের এজেআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক খোলা রাখা হয়।

একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের সাভার প্রতিনিধি গার্মেন্টসের ভিডিও ধারণ করতে শুরু করলে তাকে কয়েকজন এসে ভেতরে নিয়ে যায়। বাধ্য হয়ে কর্তৃপক্ষ সাড়ে ১০টায় গার্মেন্টস বন্ধ করে শ্রমিকদের ছুটি দিয়ে দেয়। কিছু শ্রমিক জানান, তাদের প্রধান গেট দিয়ে বের হতে না দিয়ে পেছনের গেট দিয়ে বের করে দেওয়া হয়।

সাংবাদিককে আটকে রাখা হয়েছে এমন খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা গার্মেন্টসের সামনে এসে বিক্ষোভ করতে শুরু করে। ছুটির দিনে কেন তাদের কাজ করতে বাধ্য করা হয়- এ নিয়ে তারা স্লোগান দিতে থাকে।

এ বিষয়ে এজেআই গ্রুপের জিএম বলেন, `আমরা পিপিই তৈরির জন্য গার্মেন্টস খোলা রেখেছিলাম। পরে অবশ্য আমরা কর্মীদের ছুটি দিয়ে দিয়েছি।`

(দ্য রিপোর্ট/আরজেড/১মে,২০২০)