করোনা ভাইরাসে সংসদ সদস্য আক্রান্ত
![](https://bangla.thereport24.com/article_images/2020/05/02/2.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উত্তরবঙ্গের একজন সংসদ সদস্য। দেশের প্রথম কোনো এমপি হিসেবে তিনি ভাইরাসটিতে আক্রান্ত হলেন। ওই এমপি সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ৪ নম্বর ভবনে থাকছিলেন। ওই ভবনটি লকডাউনের প্রস্তুতি চলছে।
শুক্রবার (১ মে) তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। জানা যায়, সাবেক এই হুইপ গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে রাজধানীতে আসেন। এরপর তার শরীরে জ্বর দেখা দেয়। তখন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) তার নমুনা পরীক্ষা করানো হয়। শুক্রবার বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ওই সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয় ৩০ এপ্রিল। আজ ১ মে হাসপাতালে ভর্তি হওয়ার কথা থাকলেও তিনি এখনও হাসপাতালে ভর্তি হননি বলেই জানা গেছে।
(দ্য রিপোর্ট/আরজেড/০২মে,২০২০)