দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনে প্রায়ই বাধার সম্মুখীন হতে হচ্ছে পুলিশসহ সংশ্লিষ্টদের। তবে যথাযথ প্রক্রিয়া মেনেই মৃত ব্যক্তির মরদেহ দাফন বা সৎকার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। এখানে কাউকে আতঙ্কিত না হয়ে বরং পুলিশকে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ আহ্বান জানায় পুলিশ সদরদপ্তর।

ভিডিও বার্তায় এআইজি (মিডিয়া) মীর সোহেল বলেন, 'মৃতদেহ কবর বা সৎকার করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্য ও সংশ্লিষ্টরা বাধার শিকার হচ্ছেন। আমরা একটা বিষয় নিশ্চিত করে বলতে চাই, যথাযথ স্বস্থ্যবিধি মেনে এবং যথাযথ প্রক্রিয়াতেই মৃতদেহ দাফন/সৎকার করা হচ্ছে। অহেতুক ভয়ের কোনো কারণ নেই।'

(দ্য রিপোর্ট/আরজেড/০২মে,২০২০)