দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাসভবন `দখিন হাওয়ায়` অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে ধানমণ্ডি ৩/এ রোডের ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনও জানা যায় নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত যে, হুমায়ূন আহমেদ ক্যানসার চিকিৎসার জন্য নিউইয়র্কে যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি এই বাড়িটিতেই থাকতেন। বর্তমানে তার স্ত্রী মেহের আফরোজ শাওন তার দুই সন্তানসহ এখানেই থাকেন বলে জানা যায়।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩মে,২০২০)