দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে ৫২৩ জন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছে। আর চার দিনের ব্যবধানে দেশে ১০১ জন চিকিৎসক আক্রান্ত হয়েছে। এর আগে গত ২৮ এপ্রিল বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) জানিয়েছিল, ওই দিন পর্যন্ত সারাদেশে ৪২২ জন ডাক্তার আক্রান্ত ছিলেন।

শনিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিস (এফডিএসআর)।

এফডিএসআরের তথ্যমতে, ঢাকায় ৩৮৯ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। ঢাকা ছাড়া আক্রান্ত চিকিৎসকদের মধ্যে বরিশাল বিভাগে ৯ জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৭ জন, ময়মনসিংহ ৬১ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন রয়েছেন।

এর আগে গত ১৫ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মইনউদ্দিনের মৃত্যু হয়। এছাড়াও বেশ কয়েকজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য কর্মীরা বলছেন, মূলত নিম্নমানের সুরক্ষা সামগ্রী এবং রোগীরা তাদের সম্পর্কে চিকিৎসককে সঠিক তথ্য না দেওয়াতে আক্রান্ত বেশি হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চিকিৎসক আক্রান্ত হতে থাকলে ভবিষ্যতে সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য এখনই জরুরি ব্যবস্থা নেওয়া দরকার।

এদিকে মহামারি করোনা ভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয় বলে শনিবার (২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়। ফলে ভাইরাসটিতে দেশে মোট মারা গেছেন ১৭৫ জন।

আক্রান্ত হিসেবে ওই ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হন আরও ৫৫২ জন। ফলে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৯০ জনে। এ ছাড়া সুস্থ হয়েছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৭৭।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩মে,২০২০)