দ্য রিপোর্ট প্রতিবেদক: ‘আনুমানিক সকাল ৮টা বা সোয়া ৮টার দিকে আগুন লেগেছিল। খবর পাওয়ার পর নিচে নামার চেষ্টা করেছিলাম, কিন্তু ধোঁয়ার কারণে নামতে পারিনি। এতটাই কালো ধোঁয়া ছিল যে শ্বাস নেওয়া যাচ্ছিল না। আর এ কারণেই সিঁড়ি দিয়ে নিচে নামতে পারছিলাম না। তারপর আমরা দুটি পরিবার ছাদে চলে যাই। মূলত আমরাই টপ ফ্লোরে থাকি।’—আজ সকালে এভাবেই কথাগুলো বলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

নগরীর ধানমন্ডিতে দখিন হাওয়া নামে একটি অ্যাপার্টমেন্টে বসবাস করেন মেহের আফরোজ শাওন। ভবনটির তৃতীয়তলায় আজ সকালে অগ্নিকাণ্ড ঘটেছিল, শাওন তার সন্তানদের নিয়ে ছয়তলায় থাকেন। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। এখন ভবনের সবাই নিরাপদে রয়েছেন।

এ বিষয়ে শাওন বলেন, ‘আগুনে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। শুধু যে ফ্ল্যাটে আগুন লেগেছিল সেটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা সবাই ভালো আছি, সুস্থ ও নিরাপদে আছি।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৩মে,২০২০)