ভালো কাজ একলা করা যায় না, প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক: সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে করোনার সংকট মোকাবেলা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘সরকারের প্রধানমন্ত্রীকে বলবো, ভালো কাজ একলা করা যায় না। ভালো কাজ করতে হলে সর্বদলীয় কমিটি দরকার। আপনি সকলকে নিয়ে এই সংকট মোকাবিলা করুন।’
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত এক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এসময় সংকট মোকাবেলায় আট দফা প্রস্তাবনা তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনাকে আমি মনে করাতে চাচ্ছি ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা। তার ওপর ছোট একটা ডকুমেন্টারি আছে ‘আনফ্যাশনাবল ফ্যামিন’। গুদামের খাবার আছে তবু মানুষ অনাহারে ছিল। ঠিক আজকেও আপনাদের মন্ত্রী মহোদয়ের বক্তব্য অনুযায়ী ১৬ লাখ টন খাবার এখনো আপনার গুদামে আছে। আপনাদের হিসেবে যাই হোক- এক কোটি পরিবার তারা অতি গরিব লোক, কাজ না থাকার আরও এক কোটি পরিবার আছে- এই দুই কোটি পরিবারের খাবার দরকার। বেঁচে থাকার জন্য যেমন বাতাস দরকার সেভাবে খাবারও দরকার। আপনার ইনসেনিভ কোথায় যাচ্ছে ধনীদের কাছে।’
কৃষকদের দুরাবস্থার কথা তুলে ধরে এসময় তিনি কৃষকের কাছ থেকে সরাসরি সরকারকে ধান ক্রয় করার দাবি জানান।
(দ্য রিপোর্ট/আরজেড/০৩মে,২০২০)