শাহরুখের যে বিষয়টি কাজলের পছন্দ
দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজল। বাজিগর, করণ অর্জুন, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, মাই নেম ইজ খান, দিলওয়ালে’র মতো সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।
ব্যক্তিগত জীবনেও শাহরুখের সঙ্গে কাজলের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু এই অভিনেতার কোন বিষয়টি সবচেয়ে পছন্দ করেন কাজল? মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই প্রশ্নটি ছুড়ে দেন এক ভক্ত।
প্রশ্নের উত্তরে টুইটে কাজল লেখেন, ‘তার অসাধারণ কর্মশক্তি।’
এদিকে অপর এক ভক্ত সিনেমায় কাজলের প্রিয় চরিত্র কোনটি তা জানতে চান। এই অভিনেত্রী জানান, কুচ কুচ হোতা হ্যায় সিনেমার অঞ্জলি চরিত্রটি তার ভীষণ পছন্দ। শুধু তাই নয়, বাস্তব জীবনে নিজের সঙ্গে এই চরিত্রের অনেক মিলও পান তিনি।
করোনাভাইরাসের কারণে বর্তমানে লকডাউন চলছে। এজন্য ঘরেই কাটছে তার সময়। এই অভিনেত্রী জানান, রান্না থেকে সম্পূর্ণ অবসর নিয়েছেন তিনি। তবে খাবার খেতে খুবই পছন্দ করেন। পছন্দের বিষয় ও জিম করেই সময় পার করছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/০৪মে, ২০২০)