দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকারি নির্দেশনা অনুযায়ী ১০ মে থেকে সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল খোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। বাণিজ্য সচিবের সঙ্গে তাদের এ ব্যাপারে কথা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার রাতে এক ভিডিও বার্তায় গণমাধ্যমকে এই তথ্য জানান মো. হেলাল উদ্দিন।

এর আগে আরেক ভিডিও বার্তায় আগামীকাল মঙ্গলবার থেকেই দোকান খোলার ঘোষণা দিয়েছিল সমিতি। তবে সন্ধ্যায় তা পরিবর্তন হয় এবং জানানো হয় ১০ মে থেকে দোকান খুলবে।

দোকান খোলা রাখার জন্য কিছু শর্ত তুলে ধরেন হেলাল উদ্দিন। বলেন, ক্রয়-বিক্রয়ে পারস্পরিক দূরত্ব বজার রাখতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে। শপিংমলে প্রবেশের সময় হাত ধোয়ার ব্যবস্থা, স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহনসমূহকে জীবণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে।

সেইসঙ্গে যেসব মার্কেটে অথবা দোকানে এই ব্যবস্থাগুলো থাকবে না সেসব মার্কেট ও দোকান পরিহার করার অনুরোধ করেন তিনি।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১০ মে থেকে হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকান-পাট ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে সীমিত আকারে খোলা রাখা যাবে। সে ক্ষেত্রে প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা প্রয়োগ করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫মে, ২০২০)