১৬ মে পর্যন্ত লেনদেন বন্ধ পুঁজিবাজার
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে আগামী ১৬ মে (শনিবার) পর্যন্ত দেশের পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।
বুধবার (০৬ মে) ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ বিভাগ) মো. শফিকুর রহমান এবং সিএসই’র জনসংযোগ কর্মকর্তা তানিয়া বেগম এ তথ্য নিশ্চিত করেন।
উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার আগামী ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ডিএসই ও সিএসই ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাপ্তরিক কাজ ওই সময় পর্যন্ত বন্ধ থাকবে৷
এদিকে ১৬ মে পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও ১০ মে থেকে লেনদেন চালুর জন্য বিভিন্ন শর্ত সাপেক্ষে বিএসইসির সম্মতি চেয়ে অনুমতি চেয়েছে ডিএসই। গত ৩ মে এ বিষয়ে বিএসইসি’র চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক। এই পরিস্থিতিতে বিএসইসির সম্মতি পেলে লেনদেন চালু করবে বলে সিদ্ধান্ত নিয়েছে ডিএসই।
(দ্য রিপোর্ট/আরজেড/০৬মে, ২০২০)