আসছে ‘এক্সট্র্যাকশন-২’, মুক্তি ২০২৩
দ্য রিপোর্ট ডেস্ক: ঢাকার গল্পে নির্মিত হলিউডের সিনেমা ‘এক্সট্র্যাকশন’; গেল ২৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তির পর সর্বত্র সাড়া ফেলেছে। নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে সর্বকালের বৃহত্তম সিনেমার প্রিমিয়ার হয়ে উঠার পথে আছে এই সিনেমাটি। ৪ সপ্তাহে সিনেমাটির দর্শক হবে ৯০ মিলিয়ন। এমনটাই জানিয়েছে নেটফ্লিক্স।
সিনেমাটির এমন সফলতার পর এরই মধ্যে দ্বিতীয় কিস্তি নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক জো রুশো ও অ্যান্থনি রুশোর। আগের সিনেমার মতই ‘এক্সট্র্যাকশন-২’ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন স্যাম হারগ্রেভ, আর মুখ্য ভূমিকায় থাকছেন ক্রিস হেমসওয়ার্থ।
এদিকে বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম স্ক্রিন র্যান্ট জানিয়েছে, নেটফ্লিক্সে ‘এক্সট্র্যাকশন-২’ মুক্তি পাচ্ছে ২০২৩ সালে আগেই, তবেই এবাবের গল্পে বাংলাদেশের রাজধানী ঢাকা থাকছে না। নতুন এক মিশন নিয়ে গল্প শুরু করতে যাচ্ছেন ক্রিস হেমসওয়ার্থ।
‘এক্সট্র্যাকশন’ সিনেমায় ক্রিস হেমসওয়ার্থ এছাড়া আরও অভিনয় করেছেন ডেভিড হারবার, ডেরেক লুকে, পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদাসহ অনেকেই।
(দ্য রিপোর্ট/আরজেড/০৬মে, ২০২০)