একাধিক দুর্ভিক্ষের হুঁশিয়ারি জাতিসংঘের
দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসের কারণে বৈশ্বিক লকডাউন চলাকালে একাধিক দুর্ভিক্ষের হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক এ হুঁশিয়ারি দিয়েছেন।
জাতিসংঘের এই কর্মকর্তা অবহেলিত জনগোষ্ঠীর সুরক্ষায় ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার অনুদানের আহ্বান জানিয়েছেন।
এর আগে ২৫ মার্চ বৈশ্বিক ত্রাণ প্রকল্পের জন্য জাতিসংঘ ২০০ কোটি ডলার অনুদানের আবেদন করেছিল। জবাবে এর প্রায় অর্ধেক অর্থ জমা হয়েছে তহবিলে।
মার্ক লোকক বলেন, ‘করোনা মহামারির সবচেয়ে ধ্বংসাত্মক ও অস্থিতিশীল প্রভাব পড়বে বিশ্বের দরিদ্র দেশগুলোর ওপর। আমরা এখনই পদক্ষেপ না নিলে আমাদেরকে উল্লেখযোগ্য সংঘাত, ক্ষুধা ও দারিদ্রের জন্য প্রস্তুত হতে হবে। একাধিক দুর্ভিক্ষের অপচ্ছায়ার পদধ্বনি শোনা যাচ্ছে।’
মানবিক সহযোগিতার জন্য জাতিসংঘ ২০ টি দেশের ওপর গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান ও সিরিয়া। তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বেনিন, জিবুতি, লাইবেরিয়া, মোজাম্বিক, পাকিস্তান, ফিলিপাইন, সিয়েরা লিওন , টোগো ও জিম্বাবুয়ে।
(দ্য রিপোর্ট/আরজেড/০৭মে, ২০২০)