দেশে নতুন করে আরও ১৪৪ পুলিশের করোনা
![](https://bangla.thereport24.com/article_images/2020/05/08/s.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৪৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ১৪২৯ জন পুলিশ করোনায় আক্রান্ত হলেন।
শুক্রবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৭০৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুইজন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
এছাড়া, ৪৭২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। ২ হাজার ৮১৪ জন পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া, রাজারবাগ পুলিশ হাসপাতাল, মুগদা, ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ৩ শতাধিক পুলিশ সদস্য করোনা টেস্টের জন্য তালিকাভুক্ত হয়েছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/০৮মে, ২০২০)