দ্য রিপোর্ট ডেস্ক: শুক্রবার বিশ্বে তৃতীয় দেশ হিসেবে ইতালিতে করোনাভাইরাসে প্রাণহানি ৩০ হাজার ছাড়ালো। এই দিন ২৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আগের দিন যা ছিল ২৭৪।

২১ ফেব্রুয়ারি ইতালিতে শুরু হওয়া এই মহামারিতে মোট মৃত্যু দাঁড়ালো ৩০ হাজার ২০১ জনে। বেসামরিক নিরাপত্তা সংস্থা এ খবর জানিয়েছে। মৃত্যুতে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আছে ইতালির ওপরে।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৭ জন। মোট শনাক্ত হয়েছে ২ লাখ ১৭ হাজার ১৮৫ জনের। সংক্রমণে তারা যুক্তরাষ্ট্র ও স্পেনের পরে।

দেশটিতে অসুস্থের সংখ্যাও কমতে শুরু করেছে। আগের দিন যেখানে ছিল ৮৯ হাজার ৬২৪ জন, তা শুক্রবার কমে হয়েছে ৮৭ হাজার ৯৬১ জন।

বৃহস্পতিবার আইসিইউতে ছিল ১ হাজার ৩১১ জন। গতকাল তা কমে দাঁড়ায় ১ হাজার ১৬৮ জনে।

৬ কোটি মানুষের দেশে শুক্রবার ১৬ লাখ ৯ হাজার জনের করোনা টেস্ট করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯মে, ২০২০)