দেশে নতুন করে আরও ৬৩৬ আক্রান্ত, মৃত্যু ৮
![](https://bangla.thereport24.com/article_images/2020/05/09/f.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৬৩৬ জন আক্রান্ত এবং ৮ জন মারা গেছেন। শনিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
মোট করোনা আক্রান্ত ১৩ হাজার ৭৭০ জনে। একদিনে আরো ৮ জনের মৃত্যু। মোট প্রাণহানি ২১৪ জন।
উল্লেখ্য যে, গত কিছুদিন রোগীর সংখ্যা বৃদ্ধির ফলে এখন পরীক্ষার সংখ্যাই কমিয়ে দেওয়া হয়েছে। এর আগে ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছিল ৫ হাজার ৯৪১ টি নমুনা। তার বিপরীতে আজ পরীক্ষা করা হয়েছে আরো কম। এর মধ্যে মাত্র একদিন ৬ হাজারের ওপর পরীক্ষা হয়েছে। অথচ স্বাস্থ্য অধিদপ্তর বলছিল যে তারা ১০ হাজার পর্যন্ত পরীক্ষা করতে চায়।
(দ্য রিপোর্ট/আরজেড/০৯মে, ২০২০)