৩৭ দিন পর উহানে ফের করোনা শনাক্ত
দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার নেয়া করোনাভাইরাসের উৎপত্তি হওয়া চীনের উহান অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সেখানের সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এমন অবস্থায় গত ৩ এপ্রিলের পর আবারো সেখানে করোনা রোগী শনাক্ত হওয়ার খবর মিলেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, করোনায় আক্রান্ত এক ব্যক্তির অবস্থা সঙ্কটজনক। তার স্ত্রীও করোনা আক্রান্ত, তবে তার কোনও উপসর্গ নেই।
গত ৩ এপ্রিল শেষবার করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল উহানে। এরপর থেকে একরকম করোনা মুক্ত হয়ে গিয়েছিল উহান। কিন্তু এবার ফের আক্রান্তের সন্ধান পাওয়ায় আতঙ্ক বাড়ল। মনে করা হচ্ছে পুরনো কমিউনিটি ট্রান্সমিশনের জেরেই এই সংক্রমণ হয়েছে। ওই এলাকায় ২০ জনের শরীরে করোনা পজিটিভ বলে জানা গিয়েছে। যদিও চীনের ন্যাশনাল ও লোকাল হেলথ কমিশন উপসর্গবিহীন করোনা আক্রান্তদের হিসেবের মধ্যে ধরে না। ৭৬ দিন লকডাউনের গত ৮ এপ্রিল উহানের সীমান্ত খুলে দেওয়া হয়।
উহান শহরের একটি বাজার থেকে করোনার বিস্তার হয়েছে বলে মনে করা হয়। সম্প্রতি করোনা ছড়ানোর ক্ষেত্রে ওই বাজারের ভূমিকা রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
(দ্য রিপোর্ট/আরজেড/১১মে, ২০২০)