দ্য রিপোর্ট ডেস্ক: হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। বুকে ব্যথা অনুভব করায় রবিবার রাতে তাকে দিল্লি এইমস হাসপাতালে ভর্তি করা হয়। কার্ডিও থোরাসিক ওয়ার্ডে তাকে অবজার্ভেশনে রাখা হয়েছে।

চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

জানা গেছে, লকডাউনের আগে থেকেই অসুস্থ ছিলেন মনমোহন। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে পরামর্শ দেন। ২০০৯ সালে একবার তার বাইপাস সার্জারি হয়েছে। তারপর থেকেই বেশ দুর্বল হয়ে গিয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী। অসুস্থ থাকলেও লকডাউন পরবর্তি সময়ে রাজনীতিতে সচল ছিলেন মনমোহন।

(দ্য রিপোর্ট/আরজেড/১১মে, ২০২০)