কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় দুইশ বসত ঘর ও দোকান। আজ মঙ্গলবার সকালে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ।

রান্না করার স্টোভ থেকে এই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে বেশ কয়েকজন সামান্য আহত হলেও কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত যে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন কিছু নয়। গত মাসেই টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে যায় ৩০টি ঘর। ওই ঘটনায় ৩ জন আহত হন।

(দ্য রিপোর্ট/আরজেড/১২মে, ২০২০)