দ্য রিপোর্ট প্রতিবেদক: নতুন চিকিৎসক নিয়োগের ফলে করোনা চিকিৎসায় আমাদের শক্তি বাড়লো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। আজ বুধবার সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, হাসপাতাল থেকে রোগীদের ফিরিয়ে দেওয়া যাবে না। সবারই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এজন্য নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে করোনা চিকিৎসায় আমাদের শক্তি আরও বাড়লো।

তিনি আরও বলেন, নতুন আরও ১৫টি ল্যাব স্থাপন করা হবে। পর্যায়ক্রমে আরও ব্যবস্থা নেওয়া হবে।

অফিস ও দোকান পাট খুলে দেওয়ায় সংক্রমণ বাড়তে পারে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩মে, ২০২০)