ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক করোনা আক্রান্ত
![](https://bangla.thereport24.com/article_images/2020/05/14/5.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার (১৩ মে) সকালে তার নমুনা পরীক্ষা করতে দেওয়ার পর সন্ধ্যায় করোনা পজিটিভ রেজাল্ট এসেছে।
বুধবার রাতে মনজুর মোহাম্মদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জ্বর থাকায় করোনা পরীক্ষা করার জন্য সকালে যাই। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেস্টের রেজাল্ট আসে পজিটিভ। জ্বর আছে, আর আমার শ্বাসকষ্টের সমস্যা আগে থেকেই কিছুটা ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে প্রতিদিনই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার অভিযান পরিচালনা করতেন তিনি।
(দ্য রিপোর্ট/আরজেড/১৪মে, ২০২০)