দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে দেশে একদিনে সর্বোচ্চ আরও ২৪১ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট ২৩৮২ জন আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা শনিবার সকাল পর্যন্ত ঢাকাসহ সারাদেশের সকল পুলিশ ইউনিটের।

পুলিশের করোনা কন্ট্রোল রুমের সূত্র মতে, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য ১০৪১ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

ডিএমপির পক্ষ থেকে জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের ২ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, করোনা ভাইরাসমুক্ত হয়ে ৩৬১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ৭ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ মে, ২০২০)