চট্টগ্রামে ফোম তৈরির কারখানায় আগুন
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের সিটিগেট এলাকায় ফোম তৈরির কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দমকল বাহিনীর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইয়াহইয়া দ্য রিপোর্টকে জানান, উত্তর কাট্টলী এমএ জামান মালিকানাধীন ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের তিনটি গাড়ি এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/শাহ/মার্চ ১৬, ২০১৪)