চট্টগ্রামে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামে চাক্তাই এলাকায় অটোরিকশা উল্টে মো. বাসির (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নগর পুলিশের উপ-পরিচালক বাবুল আক্তার দ্য রিপোর্টকে জানান, কোতোয়ালি থানার চাক্তাই ব্রিজ এলাকায় অটোরিকশা উল্টে গুরুতর আহত হন বাসির। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাসির বাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুড়িঘর গ্রামের মালু মিয়ার ছেলে। তিনি নগরীর বাকলিয়া থানার আনন্দ সাবান ফ্যাক্টরি এলাকার শাহজাহান কলোনিতে থাকতেন।
(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/শাহ/মার্চ ১৬, ২০১৪)