কলকাতা-ওডিশ্যায় আম্ফানের তাণ্ডব শুরু
দ্য রিপোর্ট ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ এবং ওডিশ্যা প্রদেশে ভারী বর্ষণ শুরু হয়েছে। ভারতের এ দুই প্রদেশের কাছাকাছি এগিয়ে আসা ঝড়ের ভয়াবহ তাণ্ডব বুধবার বিকেলের দিকে শুরু হতে পারে। তার আগে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পশ্চিমবঙ্গ এবং ওডিশ্যায় ঝড়ছে আম্ফান।
দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) প্রধান এসএন প্রধান বলেছেন, তারা একসঙ্গে দুটি দুর্যোগ- করোনাভাইরাস মহামারি এবং প্রাকৃতিক দুর্যোগ আম্ফানের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।
সাইক্লোন আম্ফান গত সোমবার বঙ্গোপসাগরে সুপার সাইক্লোনে রূপ নেয়। এই ঝড়ের তাণ্ডবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং পশ্চিমবঙ্গ ও ওডিশ্যায় ভয়াবহ তাণ্ডব চালাতে পারে বলে দুই দেশের আবহাওয়া দফতর সর্বোচ্চ সতর্ক সঙ্কেত জারি করেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট এই শতাব্দির সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফান।
এর আগে, ভারত এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা থেকে ৫০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবের আশঙ্কায় অতিরিক্ত সতর্কতা হিসেবে নেয়া হয়েছে নানা ধরনের ব্যবস্থা।
(দ্য রিপোর্ট/আরজেড/২০মে, ২০২০)