বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উইলিয়ামসন
দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশের মানুষদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি খুবই শান্ত শান্ত স্বভাবের ও ভদ্রলোক। তার বন্ধু সুলভ ব্যবহার মাঠের ভেতর অনেকবারই দেখা গেছে, দেখা গেছে মাঠের বাইরেও। আজ তা আবারও দেখা গেল তামিম ইকবালের ফেসবুক লাইভ অনুষ্ঠানে।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আগেই জানিয়েছিলেন, ফেসবুক লাইভে আজ তাঁর অতিথি নিউজিল্যান্ড অধিনায়ক। সেই ব্যক্তিটি উইলিয়ামসন হওয়ায় দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহে ভাটা ছিল না। আড়াই লাখের মতো দর্শক তাঁরই প্রমাণ। আর উইলিয়ামসনও লাইভের শুরুতে জিতেছেন মন।
অনুষ্ঠানের শুরুতে তামিম বলেছিলেন ক্রিকেট নিয়েই আলাপ করবেন। কিউই অধিনায়ক অবশ্য সবার আগে বাংলাদেশের মানুষের খোঁজখবর নিলেন। যেমনটা জিজ্ঞেস করেছিলেন তামিমও, নিউজিল্যান্ডের কি খবর বলো?
করোনাভাইরাস মহামারিতে বিশ্ব এমনিতেই বিপর্যস্ত। এর মধ্যে আবার ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেল সুপার সাইক্লোন ‘আম্পান’। উইলিয়ামসন এ নিয়ে খোঁজটা নিলেন সবার আগে, ‘বাংলাদেশের মানুষ আশা করি করোনা থেকে নিজেদের এড়াতে পারছে। সাইক্লোন আঘাত হানার কথাও শুনলাম। আশা করি সবাই সুস্থ ও ইতিবাচক আছে।’
তামিম জানিয়ে দেন , সাইক্লোন কলকাতায় যতটা আঘাত হেনেছে ততটা ভয়াবহ হয়নি বাংলাদেশে। করোনায় নিজেদের দেশের পরিস্থিতি বলার পর বাংলাদেশের মানুষের পরিস্থিতি জানতে চেয়েছিলেন উইলিয়ামসন। তামিম জানান, দেশে দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেশি। এভাবে দীর্ঘদিন লকডাউন থাকলে অন্য সমস্যাগুলো বাড়তে থাকবে। সরকার তাই ধীরে ধীরে সব খুলছে। নইলে করোনার চেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়াতে পারে খিদে।
(দ্য রিপোর্ট/আরজেড/২২মে, ২০২০)