ঈদের আগের রাতে রাজধানীতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ৩
![](https://bangla.thereport24.com/article_images/2020/05/25/4.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঈদের আগের রাতে রোববার ঢাকার কল্যাণপুরে দুটি প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
রোববার রাত ১১টার দিকে দারুস সালামে খালেক পেট্রোল পাম্পের পূর্বপাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, একটি নষ্ট প্রাইভেটকার এর চালক ও আরো কয়েকজন ঠেলে নিচ্ছিলো। পেছন দিক থেকে একটি প্রাইভেটকার এসে সামনের নষ্ট প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে যারা ধাক্কা দিচ্ছিলো তারা এবং ওই নষ্ট প্রাইভেটকারকার চালক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
কতজন আহত হয়েছিলেন- জানতে চাইলে ওসি বলেন, আহত কয়জন হয়েছে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা। আমরা খোঁজ নিচ্ছি।
পুলিশের ধারণা করছে, যারা প্রাইভেটকারটি ধাক্কা দিচ্ছিলেন, তারা ফুটপাতে থাকা ভাসমান মানুষ।
তবে, এখনও পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৫মে, ২০২০)