ঈদের পঞ্চম দিন অপূর্ব-মেহজাবিনের ‘বিয়ে’
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশি নাটকের তুমুল জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবিন। কয়েক বছর আগে ‘বড় ছেলে’ নাটক দিয়ে এই জুটি রাতারাতি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তারপর থেকে তাদের নিয়ে নাটক নির্মাণ হয়েছে অনেক। পর্দায় এই জুটিকে একসঙ্গে দেখতে পছন্দ করেন দর্শক।
সেই ধারাবাহিকতায় চলতি ঈদেও একসঙ্গে হাজির হচ্ছেন তারা। ‘বিয়ে’ শিরোনামের একটি নাটকে জুটিবেঁধে অভিনয় করেছেন তারা। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।
একটি বিয়ে গল্পকে ঘিরে তৈরি হয়েছে নাটকটি। সেই গল্পে কি সত্যিই বিয়ে হয় অপূর্ব ও মেহজাবিনের! নাকি ভালোবাসার শেষ পরিণতি হয় কষ্ট পাওয়া! জানা যাবে নাটকটি দেখলেই।
জানা গেছে, ঈদের পঞ্চম দিন বাংলাভিশনে সন্ধ্যা ৬টা ৩৫মিনিটে স্বল্প বিরতির নাটক হিসেবে প্রচার হবে এটি।
২০১৭ সালে ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করে সাড়া ফেলেন অপূর্ব-মেহেজাবিন। এরপর তাদের অভিনীত বেশ কয়েকটি নাটক প্রশংসিত হয়েছে। আবার ঈদের নাটকে দর্শক পাচ্ছেন তাদের
(দ্য রিপোর্ট/আরজেড/২৮মে, ২০২০)