করোনাকালে হাসপাতালে গেলে যে বিষয়গুলো অবশ্যই মেনে চলবেন
![](https://bangla.thereport24.com/article_images/2020/05/29/5.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে এতদিন সবকিছু বন্ধ থাকলেও পরশু থেকে আবার সব স্বাভাবিক হতে শুরু করবে। এরই মধ্যে সবকিছু সীমিত আকারে খুলে দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। তবে করোনার প্রাদুর্ভাব এখনো কমেনি। এমন অবস্থায় বাজার, দোকান, প্রয়োজনীয় ভ্রমণ এমনকি হাসপাতালে যেতে হতে পারে। করোনাকালে এসব জায়গায় বিশেষ করে হাসপাতালে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে।
এখন কি হাসপাতালে যাওয়া নিরাপদ?
করোনার কারণে বেশিরভাগ হাসপাতাল স্থবির হয়ে পড়েছিল। বিশেষ করে যেসব হাসপাতালে করোনার চিকিৎসা প্রদান করা হচ্ছে সেখানে অন্যান্য সেবা প্রায় বন্ধ হয়ে পড়েছিল। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। বিভিন্ন হাসপাতালের অন্যান্য বিভাগে চিকিৎসা প্রদান শুরু হয়েছে।
কিন্তু এই অবস্থায় হাসপাতালে যাওয়া মোটেই নিরাপদ নয়। তারপরও জরুরি প্রয়োজনে যদি হাসপাতালে যেতে হয় তাহলে করোনা প্রতিরোধী নিয়মগুলো কঠোর ভাবে মানতে হবে।
হাসপাতালে যাওয়ার সময় যেসব সাবধানতা অবলম্বন করতে হবে
-আপনি যে হাসপাতালে যাচ্ছেন সেটি করোনার চিকিৎসা দিচ্ছে কি না তা নিশ্চিত হয়ে নিন। তারপর সে অনুযায়ী ব্যবস্থা নিন।
-হাসপাতালে যাওয়ার আগে প্রথমে অনলাইনে বা টেলিফোনে পরামর্শ করুন এবং আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন। যাতে হাসপাতালে বিলম্ব না হয়।
-স্বাস্থ্যবিধি মেনে চলুন, প্রোটোকলগুলোতে মনোযোগ দিন এবং সামাজিক দূরত্বের বিষয়টি যথা সম্ভব মাথায় রাখুন। এটি শুধুমাত্র হাসপাতালে নয় সবখানেই মেনে চলুন।
-মাস্ক পরা বাধ্যতামূলক।
সংক্রমণ থেকে নিরাপদ থাকুন
-আপনার হাত ঘন ঘন ধোন, যখনই সম্ভব স্যানিটাইজার ব্যবহার করুন।
-যদি সম্ভব হয়, অগ্রাধিকার হিসাবে টেলি-পরামর্শকে প্রাধান্য দিন। একেবারে গুরুতর কিছু না হলে হাসপাতালে যাওয়া এড়িয়ে চলুন।
-গর্ভবতী মহিলা, প্রবীণ এবং শিশুরা, যারা উচ্চ-ঝুঁকির মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।
এই বিষয়গুলো মনে রাখবেন
-চিকিৎসা নিতে বিলম্ব করবেন না। কারণ চিকিৎসা নিতে দেরি করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
-কোনো জিনিস স্পর্শ করা এবং হাতের তালু দিয়ে কিছু ধরা এড়িয়ে চলুন। যদি সম্ভব হয় তাহলে ভ্রমণের সময় ভিড় এড়িয়ে চলুন।
-সময় বাঁচাতে প্রয়োজনীয় কাগজ সঙ্গে রাখুন।
-আপনার করোনার কোনো লক্ষণ থাকলে তা চিকিৎসককে আগেই জানিয়ে রাখুন।
-বাড়ি ফিরে নিজেকে স্যানিটাইজ করতে ভুলবেন না। আপনার জুতাসহ সবকিছু ধুয়ে ফেলুন।
এছাড়া যেসব হাসপাতালে করোনার চিকিৎসা দেয়া হচ্ছে সেসব হাসপাতালে সাধারণত পরিদর্শনের অনুমতি নেই। একারণে এসব হাসপাতালে পরিদর্শনে গিয়ে অন্যদের বিব্রত করবেন না এবং নিজেও বিপদে পড়বেন না।
(দ্য রিপোর্ট/আরজেড/২৯মে, ২০২০)